আমার আকাশ ভরা আজ
কালো মেঘের ঘনঘটা,
বিদ্যুৎ চমকে জানিয়ে দিলো
অঝরে নামবে বৃষ্টি
দূর করবে সব
মনের মাঝে আঁকা ক্ষত,
ভিজবো আজ প্রাণ ভরে
দূর করবো গুপ্ত হওয়া
সুপ্ত, তপ্ত সব জটা।।
আশা নিয়েই রইলাম বসে,
আমার আকাশের বৃষ্টি শেষে....
আজ আমি তোমার জন্য
লিখবো একটি গান,
গানের সুরে, হাওয়ায় উড়ে
মিশবো দু’টি প্রাণ।
আজ আমি তোমার জন্য
লিখবো একটি গান,
গানের তালে, স্নিগ্ধ বিকেলে___ ঘুরে
দু’জনেই হবো অজ্ঞান।।
আমার আকাশে রাত নেমেছে
অন্ধকার চারপ[শ।
ঝিঁঝিঁ পোকা ডাকছে শুনে
নেই’কো মনে হতাশ।
চাদরের নীচে নিবো আশ্রয়
বইতে চলেছে ঝড়ো বাতাস।।
আঁধার আমায় কাছে পেতে চায়
করে চলে অপেক্ষা,
আমি এখন হয়ে আছি বন্য প্রাণী,
মানব সমাজে না পেয়ে কোন ব্যাখ্যা।।