আড়ালে কে আছে দাঁড়িয়ে
এলোমেলো চুলে
জেদি দু’চোখ রাঙিয়ে
একাকী আনমনে….
তার মায়াবী রাঙ্গা ঠোঁট,
শিহরণ জাগা রোমশ হাত
জাগিয়ে তুলে আশা।
মনের ভেতর যে বাজছে গান....
রাজকন্যা... সে কী রাজকন্যা??
রাজকন্যা... কোন রাজ্যের সে কন্যা??
রাজকন্যা... তুমি কী সত্যিই রাজকন্যা??
নাকি, আমার মনের কিছু সুপ্ত বাসনা??
জানালাটার পাশে
ঠান্ডা বাতাসে
উড়ছে চুল এলোমেলো
স্বপন গড়ছে তার অশান্ত মনে,
বেঁচে থাকার নিবিড় বাসা...
রাজকুমারী সে
দেবী আমার মনের প্রাসাদে
হাসি আমি ভেবে,
গাইতে থাকি গান...
রাজকন্যা... সে কী রাজকন্যা??
রাজকন্যা... কোন রাজ্যের সে কন্যা??
রাজকন্যা... তুমি কী সত্যিই রাজকন্যা??
নাকি, আমার মনের কিছু সুপ্ত বাসনা??
হঠাৎ এক ঝড়ের রাতে
আমার কোঠার কড়া নড়ে
দরজা খুলে অবাক আমিঃ
এসেছে সেই রাজার কন্যা!!
আমার মুখে চেয়ে সে অপলক
মনে ভালোবাসার বন্যা।।
শুরু করলাম তাই, আনন্দে এই গান...