আমি’তো নিজের মুখে যাই বলি,
আমি অনেক অনেক খারাপ এক মানব
সভ্যতাকে রাখি দূরে
নেশায় মত্ত হয়ে থাকি শুধু ঘোরে।।
এতো করে বলার পরও
ঘুরে ফিরে সেই একই কথা
লোকে আমায় যায় যে বলে,
থাকে তারা আড়ালে,
লুকিয়ে লুকিয়ে যাচ্ছে খুঁচিয়ে
আমার নেশাময় জীবন ধারা;
আসলে চায় কী তারা???
কী তাদের সমস্যা??
যা শুনে এতোদিন
রাগে জ্বলে উঠতো আমার গা,
আজ দেখি উলটো আমি____
হাসিতে আমার পেট যেনো যাচ্ছে ফেটে!!
সময় অপচয় করতে যে আজ
আমায় নিয়েছে তারা বেছে,
আমার চর্চায় নেশাগ্রস্থ আজ তারা।
নিজের সব ভুলে গিয়ে
করছে কীর্তন সকাল-দুপুর আর রাতের বেলা।।
আমি চাই না আমায় কেউ দেখুক,
সম্মান বলে এটাই যে জানতাম.....
আজ বুঝলাম,
আমি তাদের বিনোদন, আর____
কাজের ফাঁকের হয়তো একটু আমোদ প্রমোদ।।
আজ আর নেই রাগ,
সয়ে গেছে সব।
চোর যদি হয়েও যায় কোটিপতি,
তবুও তার পেশা তো রয়ে যায় –চুরি;
এই কথাটি যে খাঁটি।।
হা... হা... হা... হা... হা... হা...।।