যা ঘটছে, তা কী সত্যি-ই আসলে হচ্ছে??
নাকি সব আমার মনের কল্পনা আবারও??
আমি ঘরের বাতি বুজিয়ে ঘুমের ভান ধরলেই
সে আসে____ ইশারা বাজিয়ে।
তারপর..... আবার আমাকে পুরানো ভাবনা
সারা শরীরে শিউরে জাপটে জড়িয়ে ধরে।।
এই কী সেই???
সেই শেষ ঝগরার রাতে
যাকে তুমি মুঠোফোনে ডেকেছিলে??
এই কী সেই???
যাকে ঘিরে তোমার দেহের অস্তিত্ব?
আমি’তো গল্পের বাহক মাত্র,
তাই গল্পেই থাকি মেতে।
তবুও আবার জিজ্ঞাসা করিঃ
এই কী সেই???
হতেই তো পারে না!!
তাই না??
কী করেই বা আমি ঠিক শুনবো বলো??
কানটা আমার কী তবে কেটে ফেলে দিবো??