জানি না কেনো??
নিজেকে রাখছি আড়াল করে,
দূর থেকেও আজ বহুদূরে।।
জানি না আজ কেনো??
সুরের নৌকায় করে ভর
যাচ্ছি কোথায় যেনো চলে!!
কোন সে মায়ার বাঁধনে??
জানি না কোথায়??
হারিয়ে গেছে প্রেমের জন্য আকুতি;
আবেগ সব গেলো কোথায়_____
খুঁজি সুরের মাঝে!!
জানতে চাইনি কখনো আমি......
এসেছি কেনো ভাঙ্গা এক বাঁধনে??
কে ডেকেছিলো আমায়??
কোন সে ভয়ে??
জানতে চাইবো না কখনো.......
কেনো গড়া হয়েছে এই বৃহৎ ধরা??
আকাশ পানে চেয়ে____
কেনো যে দেখি,
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা??
জানি তো শুধু এটাই..........
বিধাতার সৃষ্টি আমি,
বিধাতা আমার সকল শক্তি
আমার যন্ত্রণার মন্ত্র;
ধৈর্য ও বিশ্বাসের প্রতীক্ষায়
উদ্দেশ্য সব যে হয়ে আছে গোপন তথ্য।।