ঠিক যেনো____ ক্লান্ত ভবঘুরের মতো
লাগছে নিজেকে……. ভীষণ!!
অসহায়ের মতো যেনো আড়াল করে চলেছি
সমাজের কূটনীতিরই কাছে।।
নিজের ঘরে শুয়ে বসে
নিজের মন্ত্র নিজেই পড়ি;
তবুও যেনো____ কীটপতঙ্গ সব
ছাড়তে চায় না আমার পিছু।।
একা একাই আমি হেসে চলি…….
অন্যের চড়কায় কেন সবাই
নিজেকে নিজে দিয়ে চলেছে বলি???