পিছু নিয়েছে আমার, কোন এক অশরীরী;
ঘুমের ভেতর স্বপ্নে,
ঘরের মাঝে কানে কানে,
বাহির হলে মানুষের মুখের বাক্যে,
একা একা আবার গাছের পাতায়
দিয়ে চলেছে টিটকারি আর____
আমার মনের ভেতর বোনা শত আহাজারি।।
বাথরুমের জানালা বন্ধ করি,
তবু সেথায় ও আমার ছাড়ে না পিছু____
ক্ষতি আমি কী করেছি??
কবে ও কোন সে কালে??
লুকিয়ে লুকিয়ে চোরের বেশে,
কিছু অশরীরী; সত্যিই_____
নিয়েছে আমার পিছু।
সম্মান তাদের যোগ্য নয় আর,
গালি-গালাজ চলবে একাধারে।
আমি যে কত্ত বড় এক খারাপ
বুঝতে হবে এবার জনে জোনে;
প্রস্তুতি চলছে_____ শেষ পর্যায়।।