দিনগুলো যেনো, কেনো জানি না_____
এমন, কেমন হয়ে যাচ্ছে??
রাতে ঘুম আসলেও যেনো____
অজানা কিছু কথা আমার
কানে কানে শুধুই, কেনো বেজে চলেছে!!
রেগেমেগে কী তবে___ ফিরে যাবো আমি
শুধুই ঘুমের রাজ্যে??
ঘুম ছাড়াও তো স্বপ্ন দেখা যায়
কল্পনার ভাঁজে ভাঁজে।।
ফিরতে চাই না আমি আর____
আমার ছুঁড়ে ফেলে আসা, সেই পুরানো প্রথায়।
কিন্তু, যদি ফিরে আসি আমি____
তবে আমি ভাঙ্গবো তখন,
স্বপ্ন সব তোমার
করব চুরমার।।
প্রকৃতির সৃষ্টি আমি;
পরিবেশের কথাই যেনো তাই শুধুই
সবখানে বলে চলি।।
আমি কষ্টে আছি দেখলে ওরা
জড়িয়ে নেয় টেনে,
ধ্বংস করে কষ্টের দাতা
একে একে, সকলকে।।
শক্তি আমার সব মনে মনে……
শরীর আমার কেঁপে কেঁপে ওঠে
রাগে, আর____ অভিমানে।।
আমি তখনই যেতে চাই শুধু
নেশাময় কোন এক ঘোরে;
ঘুচাতে, আমার সব অভিমান-গুলো_____
বাসা বেঁধেছে যা মনে;
করতে বিদায় দলে দলে।।