শান্তি জিনিষটা কেনো জানি না
আর খুঁজে পাচ্ছি না!!
কোথাও হারালো তবে শান্তি??

আমি’তো তোমাদের কোন ক্ষতি করি নি….
তবে কেনো,
আমার পিছু তুমি নিয়েছ??
কেনো?? বলো??

তোমাদের তো বলি নি,
তোমরা তাকাও আমার পানে…
তবে কেনো শুধু শুধু
আমার শান্তি নিতে চাও কেড়ে??

যেভাবে আছি, ভালোই তো আছি;
তবু কেনো বাড়াবাড়ি??
তোমার জন্যে তবে, কেনো বাধ্যে বাধিত করছো
বেছে নিতে আমায় স্বর্গ-নরক??


বলিনিতো আমি কারো সাথেই
কোন কথা লুকোচুরি;
আমায় তোমরা ক্ষেপিও না আর
তবে, চাঁদে গড়বো বাড়ি!!