অদ্ভুত কিছু স্বপ্নে ঘুম-টা
প্রতিদিনই যাচ্ছে ভেঙে।
একবার যাই ভেবে___
বাস্তব কী হতে চলেছে স্বপ্নগুলো?
নাকি এটা কোন হুঁশিয়ারি
আমার ভবিষ্যত পরিকল্পনার।।
একবার দেখতে পাই আমার পাশে___
শ্বাসরুদ্ধ করে
মেরে ফেলা এক মৃতদেহ,
যাকে আমি দেখিনি আগে কখনো!
বালিশের মাঝেও শ্বাস রোধ করা
রক্তের চিহ্ন যেনো ছাপানো।।
আবার দেখতে পাই____
আমার কাছে যেনো চাইছে কেউ ক্ষমা!
মৃত এক আত্মা সে,
করছে আকুতি
চাইছে সাথে মুক্তি;
যেতে চায় সে স্বর্গরাজ্যে।।
আমি দিলাম সেই আত্মা-কে মুক্ত করে
পৃথিবীর এই গুহা থেকে।
স্বর্গ অবশেষে তাকে নিলো টেনে
আমার পিতার কাছে সযতনে।।
পিতা আমার ক্ষিপ্ত চোখে
তাকায় যেনো শুধু আমার মুখে,
আমার সঙ্গে রাগে রেগে____
অমান্য করাতে তাঁর আদেশ;
হঠাৎ করেই_____
তাকাই আমি চোখ মেলে
ঘুম-কে দূরে তাড়িয়ে
উঠলাম বসে জেগে।।