শহর পেরিয়ে
অনেক অনেক দূরে,
দূরে বহুদূরে
লোকালয় ছাড়িয়ে,
সীমানা পেরিয়ে
আরো কিছু দূরে
আমি রয়েছি একা দাঁড়িয়ে।।
ঘুম-এর মাঝে স্বপ্নে মগ্ন আমি…..
আমায় খুঁজে পাবে কী?
খুঁজতে আমায় তুমি চাইবে কী??
মন থেকে কেউ যদি খোজেঃ
চোখের সামনে পাবে যে তাকে!
মিছেমিছি ডাকে
পাবে কবে তুমি সাড়া??