রাতটা যে কীভাবে কেটে গেলো
আধো ঘুম কে নিয়ে,
একটু পর পরই তো
চোখ মেলে আশেপাশে খুঁজছি তোকে!!
কোথায় আছিস তুই লুকিয়ে?
তোর সুর যেনো বাজে কানে,
হয়তো ভুলে______ নয়তো সব আমার কল্পনা।।
অযথাই শুনছি যেনো,
তোর কণ্ঠ______ হাওয়ার ভাঁজে ভাঁজে।
ভেবে ভেবে অতীতের সব ইতিহাস
করে চলছি নিজে, নিজেরই উপহাস;
তুই নিজেও কী ভুলে শুনেছিস কোনদিন
আমার সুর______ আমার আওয়াজ____
উত্তাল ও মাতাল কোন এক ভোরে??