"আমি মরতে চাই"
- কথাটা এখন সবখানেই শুনি;
বেঁচে থেকে লাভ নাই,
কোথায় গেলে এক শিশি বিষ পাই?
জেগে থেকে একা একা,
বিষ গিলবো: সিদ্ধান্তে দাঁড়িয়ে___
জীবনটাকে করবো ত্যাগ, স্বপ্ন যাই বুনে।।
বিষ না'কি হাজার রকম,
ভেজাল সাথে থাকতে সক্ষম,
মরতে গিয়ে এখন যদি
বিষে না হারাই আমি তালগোল!!
তবে তখন কোথায় লুকাবো,
ভেবে ভেবে জাগে মনে হট্টগোল।
বিষের শিশি হাতে নিয়ে
দিলাম মুখে ঢেলে,
সব চিন্তা বাদ রেখে
মৃত্যুর আশায়, ঢেকে নিজেকে চাদর তলে।।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি
সময় যাচ্ছে দশেক পেরিয়ে,
বিষ যেনো জ্বালিয়ে যাচ্ছে শুধু
যা আছে, পেটের মাঝে দলে দলে।
তবুও আমি যাচ্ছি না কেনো?
করছি না কেনো মৃত্যুবরণ??
সময় তো ঘন্টা খানেক পেরিয়ে গেছে চলে।।
আরেক শিশি বিষ নিলাম হাতে:
এতো সময় লাগছে কেনো আমার মরতে?
ঢেলে দিলাম আবার পেটের উদ্দেশ্যে,
বেড়ে গেলো জ্বালা পোড়া প্রকাশ্যে।
বুঝতে লাগলাম,
এইবার বুঝি প্রাণটা আমার
মিশে যাবে বিষে;
কিন্তু কোথায় কী?
ঘন্টা ঘানেক বাদেই দিব্যি
কিছুই নেই যে প্রকাশের!!
হঠাৎ দেখি: দুটি মশা
চুষছে আমার রক্ত বসে
আমার হাতে চষে।
রক্ত আমার পান করে
মশাগুলো যেনো মরে মরে,
একে একে, মেঝেতে পড়লো ঝরে।
অবাক হয়ে যাই দেখে আমি!!
রক্তে আমার চলাচল করছে
হয়তো কোন মশা নিধনকারী
" বিষ "।।