হা.. হা... হা... হা...
হাসি আজ যেন গলে গলে
মুখে ফুঁটে উঠছে!!
হয়ে আমি এক বোকা মূর্খ!!


এতোদিন কী কী যেন অযথাই
আমি শুধু গেলামই ভেবে!!
হা... হা... হা... হা...


ভাবনাগুলো ছিলো অন্য কারো জন্যে,
লেখাগুলো ছিলো অজানা এক মনের,
খুঁজে ফিরে হয়ে হন্যে।
কষ্টগুলো ভাবতাম, আমায় নিয়ে রটা।
ভালোবাসার ছোঁয়ায় ভেবেছিলাম
হয়তো এ সবই আমায় নিয়ে আঁকা!!


আজ আমি বুঝতে পারলাম,
আমি এক চালাকচতুর গোছা বোকা!!!
হা...হা... হা... হা... হা... হা... হা...