তোমায় প্রথম দেখা:
আঁধারে ছিলাম আমি দাঁড়িয়ে একা।
চলেছিলে পথটি ধরে,
পীচ ঢালা রাস্তায়
নদীর তীর ঘিরে।
আমি তখন গভীর ঘোরে,
তোমায় নিয়ে মগ্ন গানের সুরে সুরে।।
ভাবনার ঘোরে হারিয়ে ফেলি;
হারিয়ে সে কোথায়?
অতিরিক্ত চাইতে গিয়ে
খুঁজছি তোমায় পাগল হয়ে।।
চলে গেছো তুমি
এটা বুঝে গেছি আমি,
থেকে শুণ্য হাহাকার।
আমারই সব স্বপ্ন তাই
আমি দেখে যাই;
কল্পনার মাঝে ঘোরে থেকে
একাই ব্যথায় পেয়ে যাই।।