চোখ দু'টো তোমার টানা টানা,
কোথাও হারিয়ে যেতে নেই মানা,
তোমার কষ্টগুলো তো সবই
আমার একে একে আছে জানা;
নামটি যে তোমার মায়াবী, "স্বর্না"।।


তোমার চোখে ভালোবাসা,
তোমার ঠোঁটে মায়ার ভাষা,
তোমার হাত ধরে যেন শতো আশা,
গড়তে এক সুখের বাসা।।


মনের মাঝে আমার, তুমিই স্বপ্ন;
তাইতো অবিরত সেখানে তোমার
করে চলি যত্ন,
লুকিয়ে রাখতে আমার পাথর রত্ন:
শুধুই তোমাকে ভালোবেসে যাবার জন্য।।