পথচলা শুরু হলো,
পাড়ি দিতে এক অজানা সুর।
এক পা, দুই পা করে
সামনে এগিয়ে চলা;
খুঁজতে তোমায়, একা একা
ঘুরে বেড়াই কতো মাঠে-ঘাটে
সকাল দুপুর বেলা।।
নদীর ধারে হেটে এসে
বসে বসে কাঁদি আমি শেষে,
তোমার জন্য ঢুকতে রাজী
গহীন অরণ্যে, ফেরারী বেশে!
খুঁজে খুঁজে তুমি নিজেই
আমার কাছে আসবে যেদিন
মিলবে মুক্তি, প্রতীক্ষায় অবশেষে।।