আকাশের ওই তারাদের সাথে
আমার সব বন্ধন।
পৃথিবীর এই মানুষগুলোর সাথে
নেই যেন –
আমার কোন মিলন।
পৃথিবীর বুকে করছে কেউ,
আমাদের নিয়ে সাথে,
গুণে চলেছে ঢেউ।
আমরা যে হচ্ছি চাষাবাদ,
আমাদেরই জ্ঞানে – তাঁর প্রবাদ।
নিয়ে যায় সে চলে একে একে
গুণে গুণে আত্মার ফাঁকে।
জ্বালিয়ে দেয় তারার আঁকে,
কোন এক ভ্রম্যান্ডের বাঁকে।।