আমি আর্তচিৎকার করে কোনদিনও
পারবো না তোমাকে বলতে ‘’ভালোবাসি’’।
প্রমাণ করার জন্য পারবো না আমি
মৃত্যুর সাথে খেলতে;
তবে হয়তো কখনো বুঝতেই পারবে না কেউ,
প্রেমের মূল্য দিতে গিয়ে হয়েছে যে মরণ।।
পরকাল যে লিখিত আছেই
সবার কপালের মাঝেই;
চাইলেও কিংবা না চাইলেও
আসবে সেই দিন, দূরে না হয় কাছেই।।
পারবো না আমি তোমার জন্যে
রাজপ্রাসাদ গড়ে তুলতে,
গড়তে গিয়ে অট্টালিকা শেষে
তোমাকেই না হয় ভুলতে;
পারবো না আমি তাই তোমাকে নিয়ে
নতুন কোন দুঃখ-বই খুলতে।।
সুখ চাও??
তবে দুঃখ কষ্ট আশায় রাখো, আপন করো।
দেখবে তখন,
সামান্য সমাদরও সুখকে টেনে করছে জড়ো।।
ভালোবাসা চাও??
তবে আগে নিজেকেই বাসো ভালো,
নিজেকে সকল কষ্ট থেকে বঞ্চিত করো।
তাহলেই যে ভালো,
সবাইকেই বাসা হলো।।