" সভ্যতা ". . .
তোমার আকাশ জুড়ে কেন এতো শূণ্যতা?
একা বসে, কি তুমি খুঁজে বেড়াও কল্পনাতে,
কোন সে ব্যথা?
আঁধারে হাতড়ে লিখে যাও তুমি,
কোন সেই অপূরণের কবিতা?
বলবে কি আমায়, মন খুলে –
দুঃখ যতো মনে আছে তোমার?
শুনাবে কি তুমি, তোমার ব্যথা,
যা কেউ চায়নি কখনো জানবার?
দেখাবে কি তুমি, সেই আলোটি...
যা নিভিয়ে রেখেছো মনে, কষ্টে বাস্তবতার?
জানি আমি,
বলবে না কিছুই তুমি...
আমি মনে মনে ভেবে নিবো কিছু একটা,
শূণ্য যে আমার আপন সব ভূমি!
তুমি শুধু আমাকে স্মরণ করো মনে মনে –
যদি মনে কষ্ট আর ব্যথা
দিতে চায় হানা, হয়ে অগ্রগামী।।