আমি এক কষ্ট স্রষ্টা;
নিজেই বানাই নিজের জন্য ব্যথা,
কাকে আর দিবো তবে দোষটা?
চাইনি আমি কাউকেই তো
উপস্থিত আমার পাশে,
জলজ্যান্ত এক শরীর হয়ে বসে।
অনুভূতির একটু ছোঁয়া শুধু
পেতে চেয়েছিলাম তোমার কাছে,
ভেবেছিলাম অনুভবে তুমি কল্পনায়
আসবে ভেসে, আমার মাঝে।
কল্পনা যদি আজ হয় দোষারোপ,
কেনো’ই বা স্বপ্ন বুনি তবে আমরা
অন্যকে নিজের মাঝে টেনে নিয়ে
করে চলি অযথাই, অশান্তিপূর্ণ আরোপ?
না পেলাম দেখা,
অনুভবে তবুও তুমি থাকবে মাখা,
হয়ে ভালোবাসার এক অপূর্ণ শাখা;
অদেখা হয়েও তখন, মেলবে দুটি মন পাখা,
উড়ে যাবে আকাশে খুঁজতে
প্রকৃত অনুভূতি আছে, যেইখানটাতে রাখা।।