কি যে আছে তোর মনে?
উত্তর পাবো, দিবে সে কোন জনে?
ঘরের মাঝে বসে ভাবি,
হারিয়ে যেন গিয়েছি
নিঃসঙ্গ হয়ে – এক সাদা-কালো ঘন বনে।
হারিয়ে যাই তোর
ওই মায়াবী লাজুক চোখে!
না পেয়ে পাশে, একা একা বসে
কাঁদি তোর জন্য আমি
অপেক্ষায় ও শোকে!
তুই তো জানি,
কিছুই দেখিস না, জানিসও না?
তাই নয় কী?
হ্যা. . . . তা-ই তো !
জেনে-বুঝে, তবুও –
নিজের ইচ্ছাতেই তোর জন্যে আমি
পেয়ে যাই কষ্ট,
ভাষ্যে এটাই স্পষ্ট
সময়কে করে নষ্ট।
তোর অভাবে যতটুকু কষ্ট আমি পাই,
তুই কাছে এলে, কেন তবে পরে
সেটাই আমি না চাই?
তবুও,
না চাইলেও অজান্তে আমি
ঘুরিয়ে ফিরিয়ে, সেই কষ্টকেই শুধু আবার
ফিরে ফিরে যেন কাছে পাই।।