বেদনা??
সুখের সন্ধান যারা খুঁজে ফিরে,
শুধু তাদেরই মিলে।
চারপাশের সবই নগ্ন মনে হলে
বেদনার হয় যে সৃষ্টি;
যারা চিৎকারে বেঁচে থাকার ঠাই নেয়
অন্যের তরে বিভীষিকার বাক্য দেয় ছুড়ে,
উল্টো নিজেকেই ঘুরে ফিরে
বেদনার অতলে যায় নিয়ে চলে।।

বেদনা!! শুধুই বেদনা!!
অজস্র আশা মনে বেঁধে শুধু রেখে,
দ্বারে দ্বারে ধ্বংসস্তুপ গড়া...
অবশেষে নিজেই যে বেদনার
ধ্বংসাবশেষের গহীনে পথ চলা।।

বেদনা??
কেন শুধু শুধুই লালস্যময় আশা?
কেন’ই বা ভালোবেসে বিশ্বাসে বিঘ্ন ঘটা?
কেন অন্যের মুমূর্ষ যাতনা কামনা করা?
কেন নিজেকে মিথ্যার আড়ালে ঢাকা?
কেন লোভে আত্মক্ষরন করে ধরা?
কেন নিজেকে নির্দোষ অযথাই ভাবা?
নিজের দোষেই যে পরিপূর্ণ হয়
বেদনায় আঁধার বৃষ্টি!!