হরিণচোখা কন্যা তুমি, কোথায় হারালে
আমায় একা ফেলে,
কোন্ দুয়ারারে জন্য হেঁটে গেলে
নিঃশব্দ নিভৃতে মায়ায় চলে,
কোন কিছুই আমায় না বলে?
কেনোই বা তুমি তোমার জীবনে আমায় টেনেছিলে,
কতোই না মন্ত্রের ব্যবহারের ছলে
ভেবেছিলে হয়তো সময় কাটানোর ফলে
ভুলিয়ে সব আকাঙ্ক্ষায়, কৌশলে???
মনে জাগিয়ে ভালোবাসা প্রথম, অভাবণীয় প্রত্যাশা;
বেধেছিলে বুকের মাঝে কতো শত আশা,
পূরণ করার আগেই তবে, কেনো দেখি হতাশা
চারিপাশে, শূন্যে, পথে কেনো অন্ধকার ঠাঁসা ঠাঁসা?
ভুল ছিলো তবে সবই আমার, বাঁধতে চেয়ে বাসা
তোমার সাথে পাশাপাশি, ভুলে নির্বাক ভাষা,
অবাক আমি, নেই যে কিছু করার, অকারণে তাই একা একাই হাসা।।