শহর পেরিয়ে...
অজানা এক জলাশয়ের বাঁক ধরে
হেটে চলা উদ্দেশ্যহীন।
যতদূর চোখ মেলি,
সুদূর বিস্তৃত দেখছি শুধুই
পীচ ঢালা পথ বাঁধা বিহীন।।
এ যেন প্রকৃতির এক উপহার!
আমরা আজ তুলছি গড়ে
কৃত্রিম এক নগরের সমাহার।।
দেখতে না পাই
কোথাও কোন জনমানব,
তাই শুধুই, হেটে যে যাই এগিয়ে
আমি একা একাই।।
রোদের তাপে যেন
হচ্ছে আজ উত্তপ্ত
ছড়িয়ে থাকা সকল বালির স্তুপ।
বাতাস তবুও দিয়ে যায় দোলা,
রেখেছি আমার মনের দরজা খোলা;
সুন্দর এই শরতের দুপুর বেলা।।