অর্থ – সম্পত্তি গড়ে তুলে তুলে
যদিও জড়ো করছি সম্পদ;
এটা জানার পরেও যে –
কিছুই রবে না শেষে!
জন্মগ্রহণ করার পর থেকে
যতোদিনই আমরা মানুষ বাঁচি,
একটি সম্পদই নিয়ে আর এরই প্রয়োজনে;
আর সেটা কী??
আমাদের নিজ কর্তৃক লালিত-পালিত
আমাদেরই আপন জীবন!
জীবনকে নিয়ে জীবন কাটাতে
একটা একটা করে পার করি দিন, করি দিন-যাপন,
বৃথাই মনে বেঁধে অজস্র স্বপন,
যার বীজ না করেই রোপন;
দেহের লালস্যে মিথ্যে মায়ায় জড়াই,
ভুল ভালোবাসায় টেনে নিই কাছে, অন্যকে করি আপন।
জীবনকে সাজাতে খুঁজি ভালোবাসা
ঢেলে সবখানে অর্থকড়ি হাতড়ে বেড়াই সুখ,
দেখা না পেয়ে শেষে –
পর্দার আড়ালে ঢাকি নিজ মুখ,
বলে বেড়াই তখন লোকে লোকেঃ
হয়েছে ঘোর ব্যাধি, অনিয়মের অসুখ!!