আমাদের সব ভাইদের মধ্যে
সবারই সে – বড় দাদা,
মাথার চুল তার কোঁকড়ানো হয়ে
মিশে আছে যেন পাকা হয়ে
কালো আর সাদা।

দাদার কাছে শুনি গল্প
যখন তখন,
একটুখানি দেখা পেলেই
বেশী অথবা অল্প,
মনে তার ভরা আছে – হরেক রকম প্রকল্প,
কল্পনা আর স্বপ্ন বুনে
বাঁধে মনেতে সংকল্প।

দাদার ভয়ে –
অভিনয় করে সেজে থাকা
আশেপাশে আছে যতো বোকা
হয়ে যায় যেন তার সামনে;
এক ভ্রান্ত তেলাপোকা!

মাথায় দাদার বুদ্ধি আছে
ঝুলে, থোকা থোকা;
কথা বলার মাঝেই যেন তার
সব জল্পনা ও কল্পনার যতো
ছবি, হয়ে যায় আঁকা।।