উজাড় করা কিছু উক্তি,
মানুষ যেন করে তাঁকে – অনাহারেও ভক্তি;
বিধাতা তিনি, তাঁর যে আছে অপার শক্তি,
যেভাবে আমরা পেতে পারি
ভুল ও ভ্রান্তি থেকে মুক্তি,
বিশ্বাসের তরে, ফেলে সব চুক্তি,
যেখানে থাকবে না কোন যুক্তি।
আজ আমরা লোভের বশে, আছে যারা পর,
আপন ভেবে টেনে নেই কাছে, হয়ে যাযাবর;
আপন-কে ঠেলি দূরে, করে নিজেকে স্বার্থপর।
মনের মতন মানুষ পেতে ঘুরে ফিরি,
মেতে উঠি ধ্বংসের উল্লাসে, বেয়ে দালানের সিঁড়ি।
যা একসময় জেনেছি বলে, পৃথিবীতে সব মাটি,
এখন দেখি সবই নাকিঃ শতো শতো দেশের ঘাটি;
মানব ??
সমাজে আজ শুয়ে থাকে, বিছিয়ে কাপড়ের পাটি,
আবার অনেকেই ব্যস্ত, ছিড়তে অন্যের টুটি,
মিলে না খুঁজে চষে বেড়িয়ে, একদিনও কারো ছুটি।।