আজ শুধু তোমার জন্য
থমকে যেন যাচ্ছে পৃথিবী,
ভেসে যাচ্ছে মনের গভীরের
জল্পনা, কল্পনা-গুলো সবই।।
আজ শুধু তোমারই জন্যে,
পারছি না লিখতে___
নব বর্ণিত আমার কোন, অব্যক্ত নতুন ছবি,
যদিও নই, আমি এক কবি;
দেখা’ও হয় না আজকাল
জেগে থেকেও, সুপ্রভাতের উদিত রবি।।
আজ শুধু তোমার জন্য
করতে পারি না কাউকেই
আপন করার দাবী!
কোথায় আছো?
কেমন আছো?
- বসে বসে শুধু, তাই যে আমি ভাবি।।
আজ কেন তোমার জন্য
আমি আছি হয়ে, একজন লোভী?
পারি না তবুও জোর করে
পেতে তোমায়, হয়ে বিক্ষোভী!!
আজ বলো তোমার জন্য,
কী করতে পারি আমি?
সবই তো আমার ফালতু স্বভাব;
ভাবছি - কোনটা তবে দামী??