আর বিরক্ত করছি না তোমাকে,
মাস ও বছরের ফাঁকে ফাঁকে!
আর ডাকছি না কাছে পেতে,
চলে যাচ্ছি. . .
দু’চোখ আমার নিয়ে যায় যেদিকে!
এতো কাছে থেকেও, তুমি আছো দূরে;
তবে আমি, ভালোবাসলাম-ই বা কাকে?
প্রশ্ন শত শত বাসা বাঁধছে তাই –
মনের গহীনে ঝাঁকে ঝাঁকে।
আর চাইছি না তোমাকে. . .
এতদিন ধরে চাইলাম যাকে,
সে যখন থাকছেই ছেড়ে আমাকে;
তবে লাভ কি?
আমার ভাবনাদের কাছে রেখে তাকে?
নিজের মৃত্যুকে নিজেই এনেছি আজ ডেকে,
ভালোবাসা কেন সব লুকিয়ে রেখে বুকে?
আমায় যে চাইছে, উন্মাদ হয়ে ঝুঁকে –
তাকে তবে কেন ভাসাবো আমি শোকে?
চুল যখন যাবেই জানি, একসময় পেকে,
তবে কেন শুধু শুধু করবো
অবহেলা আমি তাকে?
যে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে,
দিতে শুধুই, এই অধম, আমাকে!!