কতো যে কথা করেছি জমা
বলবো তোমায় রাতভর,
গানে গানে, হারাবো দু’জন
সুরের ভুবনে মেলবো পাখা।


বলতে চাই আজ সব না বলা কথা,
শুনবে কী তুমি?
জড়িয়ে একা আমার বুকে, রেখে মাথা?
পারবে কী তুমি জাগতে রাত?
দু’জনে তবে সুরের ঘোরে জাগাবো সুপ্রভাত!!


তোমার বাকানো মুখে হাসি!
পাগল হয়ে যাই, দেখি চোখ মেলে তাই বারবার,
তুমি আমায় অবহেলায় রেখে
আমাকেই আবার দেখো, হিংসে রাঙা চোখে।
দূরে কেন আজ তুমি
উঁকি মেরে হেসে,
নাকি অন্য কোন খেলায় তুমি উঠেছ
আমায় নিয়ে মেতে??


বাড়িয়ে দাও না তোমার হাত...
কেন পারি না আমি ধরে ছুঁতে?
রাখো কেন আমায় দূরে সরিয়ে,
কেন-ই বা আসো হঠাৎ আবার ফিরে?
মুহূর্তে এসে মায়ায় বেঁধে, আবার কেন _____
উধাও তুমি? অথচ কতোই না কাছাকাছি, পাশাপাশি;
তবুও অভিনয়... হয়ে অচেনা।।