শিউলী ফুলের গন্ধ...
হাতড়ে ফিরি কোথায় ফুটেছে
হয়ে হন্যে ও অন্ধ;
তবু পাই না খুঁজে,
চার দেয়ালের মাঝে যেন আমি
হয়ে আছি একাকী বন্ধ।
চেনা ফুল হলেও, আজ অচেনা;
ধরে চলেছে একের পর এক
শুধুই যতো বাহানা,
হারবে কোথাও, যেখানে সব অজানা!
সুবাস ছড়াবে, জড়িয়ে মনের
শত আকাংখ্যা ও বাসনা।।