সামনে পথ অজানা,
তবুও; অজানাতেই করছি যাত্রা,
রেখে দিয়ে সব ভুলের মাত্রা,
জানি না আমি
কোথায় শেষ হবে সীমানা!!
দিন ও রাত থাকতে এসে
পাড়ি জমাই, ৫-৬ যুগ,
দিনের যাত্রা দিনেই শেষ,
রাত্রি হলেই ঘুমিয়ে, যাই
কল্পিত এক স্বপ্নের দেশ।।
কি লাভ ভেবে ভেবে,
কাল আমার কি হবে?
কাল যদি চোখ’ই খোলার জন্য
না পেলাম সুযোগ!!
তার চেয়ে ভালো, জ্বালাবো আলো
প্রতিদিনের প্রতি মুহূর্ত,
ঘুচিয়ে আঁধার কালো।
চাইবো না আমি স্বপ্ন দেখাতে,
যার বসবাস – কোন এক অজানা!!
যেহেতু, আমাদের নেই কোন ডানা,
সেহেতু, অহেতুক এখন’টাকে নষ্ট করে
যা হবে কি না হবে, তা নিয়ে মনে
গভীর সুদূর স্বপ্ন দেখা মানা।।