কেউ কোথাও নেই?
ভাবছি. . . কাকে যে এবার ধোঁকা দেই?
কেউ কোথাও নেই!
মনের গহীনে আছে যতো ভালোবাসার মোহনা
শেষ কি তবে অচিরেই??
মুক্ত মনের মানুষ বলে
যারা যারা দাবী করে,
একটু কাল্পনিক শিহরণ চাইলেই
তারা দৌড়ে যায় সরে।।
কথা তো কথা’ই. . . .
মানুষের মনের পরিস্থিতি
জানবার ও জানাবার প্রথা –
অশ্লীল, রোমহর্ষ, আধ্যাত্মিক,
যেভাবে বলে, সেখানেই তথা,
নিজ মনের কথা
সাধারণ ভাবে মেনে নিলেই তবে
মানুষে মানুষে হানাহানির
অর্থ হবে বৃথা।।