অনামিকা. . .
আমি জানি, জ্বলছে তোমার হৃদয়,
কষ্টের জেদে আঁকড়ে ধরে মৃত্তিকা।
জীবন’টা যে শুধু, নিজেরই একা,
এখন যেভাবেই যাক, হয়ে আঁকাবাঁকা।
গানের মাঝে গড়ো তুমি ভূমিকা,
সুরের মাঝেই যাও হারিয়ে,
কোন সে অজানায়,
ধূ ধূ প পথ করে ফাঁকা!
অনামিকা. . .
তোমার দু’চোখে, মায়া রয়েছে আঁকা;
নিজেকে নিজে দিও না কখনো ধোঁকা,
তোমার জন্য পৃথিবী আবার
ভালোবাসার রঙ –এ হবে মাখা!!