সবকিছু যেন স্তব্ধ,
মনে হচ্ছে স্বপ্ন ভেঙে যাচ্ছে আবার;
তবুও, আশায় আছি,
এই নিস্তব্ধতার মধ্যেও কোন ভালো-কে খুঁজছি।।
মিলছে না দেখা,
মনে হচ্ছে, কোন স্বান্ত্বনার ঝড় শুরু হবে;
তবে কী আমার দেয়া কথা বৃথাই রবে??
কারো গর্জনের হাতছানিতে ছুটে যাওয়া
বহুদিনের অপেক্ষার এই যাত্রা
সফলতার আশা নিয়ে এখনো বসে;
শুধু একটু মুক্তি, হারিয়ে ফেলে যুক্তি
চাইছি না নিজেকে করতে, নিরাশায় আসক্তি।।