নীলে নীলে, কেন এতো অমিল?
কোথায় পাবে হারিয়ে গেলে এমন
নীল রঙা খাল-বিল-ঝিল??

আকাশ নীল, সমুদ্র নীল,
তবুও, তোমার আর আমার নেই কোন মিল!!
ভালোবাসা কি তবে উড়িয়ে নিয়ে গেছে
স্নিগ্ধ কোন এক গাঙচিল??

এতো নীলের মাঝেও দেখ –
আঁধারে কালো সব, হয়ে অশ্লীল;
কি করেই বলো দেখবো সেথায়
লুকানো কোথায় আছে,
তোমার মায়ার আঁচিল??