রাতের আকাশ;
বইছে আঁধারে হিমেল বাতাস,
পেয়েছি যেন কানের মাঝে –
কারও নিঃশব্দে হেঁটে চলার আভাস।
কেউ যেন চাইছে না করতে প্রকাশ;
অন্ধকারে চলাফেরা,
যেন তাঁর নিত্যদিনের আভাস!
ধ্বংসের মাঝেও সে করে চলেছে বিকাশ,
ভালোবেসে গড়ে দিচ্ছে, আমাদের জন্য
বেঁচে থাকার, পরিপূর্ণ আবাস।।