রাতের পরে রাত, জীবনের
কোনদিনই না আসে;
রাতের পরে দিন, দেখেছি
সবসময়ই চোখে ভাসে।
রাতের পর রাত, পেরিয়ে যায়
না পেয়ে তোমাকে পাশে,
রাতের পরে দিন যে কাটাই কিভাবে,
তোমার না কিছু যায় আসে?
রাতের পর রাত, যেন এভাবে –
দেখেছি কতো সুপ্রভাত,
রাতের শেষে দিনের আলোয়,
স্বপ্ন যেন হয় কুপোকাত।।