তোমাকেই বলছি আমি – " নিশি ";
আমি’তো নই তোমার
ঘুম পাড়ানী মাসী-পিশি,
মুখে এঁকে অস্পষ্ট
একটু হাসি
হাঁটতে চাই তোমার হাতটি ধরে
দূর থেকে দূরে,
পাশাপাশি।

বলবো না আমি –
‘ তোমাকে ভালোবাসি ‘,
তবেই যে
পিছু নিবে প্রমাণ করতে
তোমার সব গুপ্ত দাস-দাসী।
তোমার হাসি, সর্বনাশী!
যখন তুমি
গায়ে জড়িয়ে শাড়ীঃ
আকাশ রঙা আকাশী।।