মানুষ চিনেই শুরু হলো নতুন বছর,
মনটা তাই আমার হয়ে আছে আজ
দ্বিধাহীন ভবনায় মুখড়।

আপন পরিচয় চুকিয়ে কেউ
গুণতে চায়,
উত্তাল সমুদ্রের বাধাহীন ঢেউ!

সাগর??
এ’তো নামে মাত্র হয়ে ভাগ;
জল’তো –এর মূলমন্ত্র,
অথৈ সীমাহীন, অপরাগ।

বদলাবার নামে করতে শুরু বছর;
নিজেকেই আমি নিই গুটিয়ে,
প্রতীজ্ঞায় লিপ্ত হয়ে
চোখ বুজি, কাটাতে নিশি,
দেখতে নব প্রহর।।