তোকে বলতে পারবো না
কেনো তোর পাশে ছায়া হয়ে আমি!
বুঝাতে পারবো না কোনদিন
তুই কাঁদলেই, কেনো আমি উড়ে আসি,
তোর আকাশেই কেনো শুণ্যে ভাসি??
দেখাতে পারবো না নিজে চাইলেও
লুকিয়ে, মনের যেথায় তোকে আমি রাখি।
শোনাতে পারবো না গান আমার;
তুই বুঝবি না, শুনবি শুধুই গান বলে!
অন্যদিকে কষ্ট আমার যাবে যে বেড়ে
অবুঝ তুই, আমায় চলে যাবি ছেড়ে।।
ভালোবাসি কথাটি আজ মুখের বলি;
নইলে কেউ হয় না যে আপন, রেখে পায়ের ধূলি।
আমি তাই থাকি দূরে দূরে, একাই ছুটে চলি;
তোর স্বপ্ন আঁকি বসে, দিয়ে রঙ তুলি।।
চাইবো না তোকে আমি আর মনে মনে,
সুধাবো না তোর কথা আমি জনে জনে।
পাশে ঠিকই থাকবো ছায়া হয়ে, প্রতি ক্ষনে ক্ষনে;
কথার ছলে জাগাবো আশা, বেঁচে থাকার মানে।।