চোখে চোখে দু’জনার, কতোই না চোখাচোখি;
বারে বারে ফিরে চাওয়া,
চোখের আড়াল হলেই, চারদিকের জনমানবের ভীড়ে খোঁজা!
দেখা মিলতেই, আবার লুকোচুরি…..
এ যেনো, বোবা এক জোড়া;
একে অন্যের চোখের ভাষা পড়া।।
কতো কতো দিন যায়, রাত যায়,
কাটে যে কতো প্রহর;
দু’জনেরই দেখাদেখি জুড়ে পুরো শহর।
অপলক ভাবে হয় শুধুই
অফুরান দৃষ্টির বিনিময়;
মুখে লাগিয়ে সেলাই,
কী করে খুলবে? –এই ভেবেই যে সময় দৌড়ে পালায়।।
এতো দেখেও সাধ মিটে না,
কথা বলতেই শুধু মানা।
কেনো?? – এ যে হয়েই আছে অজানা।
মনে দুজনার অশান্ত প্রেম হচ্ছে যে নিঃশেষ;
কতো স্বপ্ন হয়েছে আঁকা!
কতো যে জোছনা এখনো অদেখা!
কীভাবে যে হবে এই প্রেমাচারের ব্যখ্যা?
মনের ভেতর গুপ্ত রেখে, সব না বলা কথন;
কাটছে দিন দৃষ্টি নির্ভর, যেভাবে আছি যে যার মতন।।