তুই আমার একটি মাত্র;
একান্ত্যই আমার,
আদরের ছোট্ট বোন।
ভালোবাসি যে আমি কতোটা তোকে,
খুঁজে পাবো না –এর কোন কোণ!
তোর আমার ভালোবাসা যে আছে
একই নাড়িতে বাঁধা;
দু’জনেই আমরা ভালোবাসা বিলিয়ে যাই,
অন্যের চোখে, হয়ে গোলক ধাঁ ধাঁ।
আমরা ভাই-বোন সবসময় ছিলাম
একে অন্যের দূরে দূরে।
কেউ পারেনি রুখতে মোদের,
অটুট ভালোবাসা আমাদের,
কভু যায়নি সরে।।