আমি জানি না আমি কি লিখি!
হয়তো কবিতা, হয়তো গান,
হয়তো অব্যক্ত মনের কথাগুলো
বহিঃপ্রকাশ হয়ে জীবনের, গুপ্ত আহ্ব্ন।
আবার, একাকীত্বের কল্পনার বিস্তার করে
লেখার মাঝে কাল্পনিক প্রাণের জীবন দান।
তারপরও, প্রশ্ন মনে;
আমি কি লিখি??
আমি’তো জানি এটাই শুধু
ভালোবাসি লেখালেখি,
যা কিছু, যখনই, যাকেই আমি
ভালো লেগে মন থেকে দেখি
এবং, সেই দৃশ্যই যে বসে বসে
কলমের কালিতে আঁকি।
লিখে যাই, আছে যতো, লুকায়িত কষ্ট,
তুলে ধরি স্বপ্ন জড়িয়ে, অস্পষ্ট।
অজানাতে রেখে যাই, ভাবনা সব দুষ্ট!
কেউ পড়ে, কেউ অবজ্ঞা করে,
কেউ কেউ না দেখেই, পৃষ্ঠা ওঠে নড়ে;
যদিও জানি, আমার দাগাদাগি নয়কো হ্রিষ্ট-পুষ্ট,
ধরুক, পরুক আর ছেড়ে দিক,
কাউকে দেখানোর মাঝেই আমি তুষ্ট।।