সত্যি যদি বলতে হয়, তবে –
আমি অনেক মিথ্যা বলতাম;
কিন্তু, কোনটিই আমার পরিবারের
শেখানো কোন ভাবনা নয়,
চারপাশের আত্মীয়ের যতো –
অনুরোধ, দোষ বা পাপ!
সবচেয়ে বড় সত্য;
আমি যখন মিথ্যা বলতাম
তখন, পুরো মিথ্যে কাহিনী’টাকেই
মনের ভেতর কল্পনা করতাম।
আর যখনই, সেই কল্পনাগুলো
আমি প্রকাশ্যে টেনে আনতাম –
দেখতাম, সব মিথ্যে একে একে
সত্যিকার রূপ হয়ে পরিণত হচ্ছে;
আমি হতবাক হয়ে যেতাম,
আর আকাশপানে তাকিয়ে
একা একাই শুধু গাছের নীচে বসে হাসতাম।
ধীরে ধীরে, বুঝতে পারলাম –
মনের মাঝে বিশ্বাস নিয়ে কিছু গাঁথলে,
মিথ্যে রূপান্তরিত হয় কল্পনাতে
আর – কল্পনা হয় বাস্তবে প্রতিপালিত।।