পণ করছি আমি আজঃ
এই পৃথিবীতে থাকবো যতদিন বেঁচে,
নিজের মনটাকেই আমি দিয়ে যাবো প্রাধান্য,
হোক সে ভালো কিংবা মন্দ, অত্যন্ত জঘন্য।
কোন কিছু ঘটলে পরে
বলে চলি মুখের ভাষ্যে;
মন যে আমার চায়নি ঘটাতে
তবুও, করেছি নিজ অজান্তে!
কি করেই বলি আমি একে অজানা?
মন যে মনে মনে প্রথমেই
করেছিলো আমায় মানা!
নিজের মন’কে দেই ধোঁকা
উড়তে চাই মেলে ডানা।।