আমি তোমাকে ভালোবাসি . . .
সত্যিই অনেক বেশী ভালোবসি।
হয়তো স্বয়ং বিধাতা আমার
মানতে নয় রাজী আমাদের এই সম্পর্ক।
হে খোদা, কেন তুমি বুঝো না যে;
আমি তো শুধু তাকে ভালোই বেসেছিলাম!
তাহলে ভালোবাসার টান কি
এটা নয়?

তোমার কি একবারও মনে পড়ে
সেইসব দিনগুলি?
ঘন্টার পর ঘন্টা টেলিফোন কানে
কতো কথোপকথন চলতো?
একদিন কথা না বললে যেন
দু’জনেরই দিন কাটতো না!
একবারও কি মনে পড়ে?

আমার দোষটাই বা কি ছিলো?
অন্তত, একবার কি আমায় সত্যি করে বলবে?
এখনো কানে বেজে চলে
তোমার মুখের সেই শেষ কথাগুলো;
যা তুমি হয়তো বলেছিলে
অজান্তে ও মনের অনিচ্ছায়!
নাকি, তুমিও ভালোবাসতে আমায়?
ঈশ্বর আমাকে ভাবার অনেক সুযোগ দিয়েছেন –
ভাবনার চূড়ান্ত পর্যায়ে এসে তাই
কেন আমার মন বলে :
“ তুমি সত্যিই ভালো বেসেছিলে আমায়। “

নতুন সুরে, নতুন করে,
যখন কোন স্বপ্ন আবার নতুন করে আঁকি;
তখনই আবার, তোমার কথা
অজানা মনেতে ভাসে!
বলতে কি পারো কেন?
এই প্রশ্নের উত্তর আমায়, কেউ জানাবে কি কখনো?
হয়তো এটাই প্রকৃত ভালোবাসা!
কিন্তু, তুমি নিজ মুখেই তো বলেছিলে;
তুমি আমাকে ঘৃণা করো,
বলেছিলে ছেড়ে দিতে, আমার জীবন থেকে তোমার আশা।

সব ভুল আসলেই আমার . . .
আমি হয়তো এত কথা বলবার পরও
এতদিনে বুঝে উঠতে পারিনি যে,
তুমিও আমাকে ভালোবাসো।
আমার মন শুধু বলে :
“ ভালোবাসি “ – কথাটি বলবার কারণে,
তুমি সরে গেছো দূরে।
তবুও, মুখ ফুটে একবারও বলতে চাওনি,
ভালোবাসো তুমিও যে আমায়।

ভেবে দেখেছি, সত্যিই তো!
ভুলগুলো তো সব আমারই . . .
তুমি হয়তো দেখেছিলে আমায় ভরা তাচ্ছিল্যে;
সাহস হয়নি বলতে তোমায়, তাই শত মানুষের ভীড়ে।
আমায় ভীতু প্রমাণ করে তাই, বারবার বলেছিলে,
ঘৃণা করো তুমি আমায়!
ভেবে দেখো তো,
মনে মনে ভুলেও কি একবারও বলেছো :
“ তুমিও অনেক ভালোবাসো আমায়!! “