মনটা তোমার, জানতে চাইবো না আমি,
দেখাবো না তোমায় কোন স্বপন;
‘ ভালোবাসি ‘ – বলে শুধু শুধুই
করবো না’কো তোমায় জ্বালাতন।

থাকবো পাশে তোমার বন্ধু হয়ে,
চাই না এর বেশী, আর অন্য কিছু;
তোমায় ভেবে ভেবে রাত জেগে
লিখবো না আর কোন কিছু।

চাঁদের আলোর ঝলক তুমি,
তুমি গানের সুর!
তোমায় দেখে আমার বাগানে
ফুঁটে অনেক ফুল।

যখন তুমি যাও ভেসে
হাওয়ায় উড়ে উড়ে;
দেখবো, তোমার ছায়া হয়ে আমি,
বসে আছি একলা আনমনে।

রাতের আঁধারে,
একেলা ঘরে,
লিখছি. . .
তোমার জন্য কবিতা!
মন থেকে যদি পড়তে পারো,
খুঁজে পাবে তবে –
“ আমার সভ্যতা “!!