আমি বিশ্বাস করি এটাই –
তুই আমার আশেপাশেই আছিস,
এদিক ওদিক কোথাও, জানি তুই থাকিস।
এতো কাছে থেকেও তুই
আমায় সব সময় অজানায় দূরে রাখিস,
সত্য না হলেও তবু,
মুখে বলে তো ভালোবাসিস!
তুই জানি, বারবার বলেছিস আমায়
ঘর যে তোর শহর পেরিয়ে,
কেন যে তবুও জানি না মন
ামায় জানায়,
তুই পাশেই আছিস সর্বক্ষন।
আমার নিজের মনকে যে আমি
করতে পারি না অবিশ্বাস,
যদিও জানি, এটাই যে আমার সর্বনাশ।
তোর জন্য নিজেকে নিজে মানাবো ভুল___
এটাই কি তবে তুই চাস??